সংগঠক আব্দুল আউয়াল এর বাবার দাফন সম্পন্ন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকারের বাবা মোঃ আবদুল বাতেন সরকার (৬২) গত ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি ১ছেলে,৩মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৫ মার্চ শুক্রবার সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদুপুর রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সভাপতি বিশিষ্ট কবি ও সংগঠক আলী আশরাফ খান,সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত ও সাংগঠনিক সম্পাদক কবি ও সংগঠক কাজী খোরশেদ আলম।

  • দেবিদ্বার