শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ শতভাগ পাসসহ বোর্ড সেরা তালিকায় তৃতীয় স্থান অর্জন

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৪ সংশোধিত ফলাফলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের ৩৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭৬ জনই পাস করেছে। শতভাগ পাস ও ১২৯টি জিপিএ-৫ পেয়ে শিক্ষাবোর্ডের সেরা তালিকার মধ্যে তৃতীয় স্থান করে নেয় এই কলেজটি। কলেজ সূত্রে জানা গেছে, এসএসসিতে মাত্র ৮৫ টি জিপিএ-৫ (অ+) প্রাপ্ত শিক্ষার্থী শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে ভর্তি হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০১ জন অংশ গ্রহণ করে শতভাগ পাস করেছেন, এর মধ্যে ১১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া মানবিক বিভাগ থেকে ১৩৭ জনে পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ০৮ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৮ জন জন পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাস করেছেন, এদের মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছেন। এ বছর কলেজটি থেকে শতভাগ পাসসহ মোট জিপিএ-৫ পেয়েছেন ১২৯ জন শিক্ষার্থী। চলিত এইচএসসি’র ফলাফলের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেন, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ও কুমিল্লা-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই একঝাঁক মেধাবী, পরিশ্রমী শিক্ষকমন্ডলী নিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর তত্ত্বাবধানে কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডে সেরা দশের মধ্যে ২০০৪ সালে ৯ম, ২০০৫ সালে ৪র্থ, ২০০৬ সালে ২য়, ২০০৮ সালে ৯ম ও ২০০৯ সালে ৫ম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব স্থান করে নেয়। তিনি বলেন, আমি ২০২৩ সালে অধ্যক্ষ পদে যোগদানের পর শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর কুমিল্লা-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের মহোদয়ের নেতৃত্বে ও উনার সহযোগিতায় এক বিচক্ষণ কলেজ পরিচালনা পর্ষদের পরিচালনায় আমি আমার সর্বোচ্চটা প্রয়োগ করে কলেজ শিক্ষার্থীদের গৌরবময় এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। এছাড়া, কলেজের পরীক্ষিত অত্যন্ত পরিশ্রমী, শিক্ষার্থীবান্ধব, আন্তরিকতাপূর্ণ, সৃজনশীল ও সংস্কৃতিমনা শিক্ষকমন্ডলী নিয়ে নিয়মিত হোম ভিজিটিং, অগ্রগামী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ক্লাস ও আলাদা অভিভাবক সমাবেশ, জবাবদিহিতামূলক সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রস্তুতিমূলক পরীক্ষা ও ক্লাস, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ, গাইড টিচারের তদারকি, অনুপস্থিত শিক্ষার্থীদের কলেজমূখী করার জন্য দৈনিক কল সেন্টারের মাধ্যমে অভিভাবককে অবহিতকরণের কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। অধ্যক্ষ আবুল হোসেন আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি কলেজটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিভিন্ন খেলাধুলায় যেমন ২০২৪ সালে ভলিবলে চ্যাম্পিয়ন, কাবাডি, সাঁতার, হ্যান্ডবল প্রতিযোগিতায় রানারআপ অর্জন করে অনেক বিজয়ী পুরস্কার অর্জনের মধ্য দিয়ে কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডে অন্যতম সেরা কলেজে অবস্থান করে নিয়েছে। উল্লেখ্য যে কলেজটি ব্রাহ্মণপাড়া উপজেলার পরপর দুই বার শ্রেষ্ঠ কলেজ সম্মাননা অর্জন করে। কলেজের বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম আজহারুল ইসলাম, কলেজের গৌরবময় এই ফলাফলে অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এছাড়া লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ তৈরির লক্ষ্যে কলেজটি আরো গতিশীল ভূমিকা রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তিনি।

  • ব্রাহ্মণপাড়া