জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৫ আসনের সদ্য বিজয়ী সাংসদ কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু জাহের এমপি।
বুধবার ( ১০ জানুয়ারি ) সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথবাক্য পাঠ করান।
জানা গেছে গেলো ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি ওই নির্বাচনে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ৭ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
এদিকে তার শপথবাক্য পাঠ শেষে কুমিল্লা-৫ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।