মুরাদনগরে রোহিঙ্গা নারী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

নাগরিক সনদ নিতে এসে আটক হয়েছে এক রোহিঙ্গা রানী। গত বুধবার আটক রোহিঙ্গা নারীকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এই ঘটনায় থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৩নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আটকৃত রোহিঙ্গা নারীর নাম-জয়নব বিবি (১৯),পিতা-নূর হোসেন,মাতা-ছলিমা। ঠিকানা-ক্যাম্প-২৪(এলএমএস), এফসিএন নং-২৫৭৪৯৮, বøক-এফ, রুম নং-১৮৯, মাঝি মোহাম্মদ আলী। মামলার পলাতক অপর তিন আসামীরা হলো মুরাদনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে কামরুল হাসান কাদির (৩৬), দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের কামাল হোসেনের ছেলে শান্ত মিয়া (১৯),মুরাদনগর উপজেলার রামপুর গ্রামের বজলু মিয়ার ছেলে রমজান আলী (৩১)। পুলিশ, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দেড় লক্ষ টাকা চুক্তির মাধ্যমে কামরুল হাসান কাদির সাথে মুরাদনগরে আসে ওই রোহিঙ্গা নারী। এই কাজের আগেও সে নিজের নামে পাসপোর্ট ও অন্যদের নানান কাগজপত্র করে দেয়ার ক্ষেত্রে এই চক্রের সাথে কাজ করেছে সে। দির্ঘদিন তারা বিভিন্ন জনের জন্মনিবন্ধন ভোটার আইডি কার্ড করে দিয়ে বিদেশেও পারি দিতে সহায়তা করছে। এবার এই কাজ শেষ করে দিয়েই তার বিদেশে যাওয়ার কথা ছিলো। ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেন বলেন, ‘নারায়নগঞ্জ সিটিকর্পোরেশনের ২০ নং ওয়ার্ড হতে রোহিঙ্গা নারীর জন্মনিবন্ধন (তারিখ ২০-০৭-২৩ইং) করা। মুরাদনগর এলাকায় বাড়ি কিন্তু জন্ম নিবন্ধন অন্য এলাকার কেন? এমন প্রশ্নে নানাহ কথার এক ফাঁকে সে চট্টগ্রামের ভাষায় কথা বলাতে আমার সন্দেহ হয়। পরে তাকে যখন বলি আপনি তো রোহিঙ্গা । সে আর কথা বলে না। ইউএনও মহোদয়কে বিষটি অবগত করি। পরক্ষণে থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যায়। মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এই ঘটনায় থানায় চারজনকে আসামী করে মামলা হয়েছে। আটক রোহিঙ্গা নারীকে জেল হাজতে প্রেরণ করেছি। অপর তিন আসামী আটকের চেষ্টা অব্যাহত আছে।

  • মুরাদনগর