মুরাদনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার সুমি আক্তার (২৩) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে । পারিবারিক কলহে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে গৃহবধুর পরিবারের। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৯ জুন) গৃহবধূ সুমি আক্তার তার স্বামীর নিজ ঘরে নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিছেন। ঘটনার পর শশুর গিয়াস উদ্দিন ও শাশুড়ি নাছিমা আক্তার শাহিনা আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় গৃহবধূর সুমির ভাই জসিম উদ্দিন বাদী হয়ে শশুর গিয়াস উদ্দিন শাশুড়ী নাছিমা আক্তার শাহিন ও ছেলে সাইফুল ইসলাম খায়ের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেছেন। মুরাদনগর থানা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) শ্রী বিমল দাস বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। সুমির মা সাহারা খাতুন বলেন, মুরাদনগর উপজেলা পাহাড়পুর ইউনিয়ন লক্ষীপুর লোহাগারা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মো: সাইফুল ইসলাম খায়ের সাথে তিতাস ভিটিকান্দি মানিককান্দি গ্রামের রবিউল ইসলামের ২০২২ সালে মেয়ে সুমি আক্তার বিয়ে হয় । তাদের সাদিয়া নূর (৯মাস) সাব্বির রহমান (৪) নামে এক ছেলে এক মেয়ে রয়েছে।

  • মুরাদনগর