মুরাদনগরে অসহায় নুরুল ইসলামকে অটোরিক্সা উপহার
দিয়ে জীবিকার চাঁকা সচল করলো‘জাগ্রত সিক্সটিন’

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
অশ্রæস্বজল চোখ, তবে অবয়ব হাস্যজ্জ্বল। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলী গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম।শরীরে অসুখ বাসাবাধার কারণেভারী কাজ করতে পারেন না তিনি। স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনযাপন করছেন, অনেক দিন ধরে। থেমে যাওয়া নিজের সংসারের চাকা সচল করতে অনেকের কাছে গেছেন সে। কেউ পাশে দাড়ায়নি। অবশেষে পাশে দাড়িয়েছেন সমাজিক সংগঠন ‘জাগ্রত সিক্সটিন’। তাঁরা অসহায় নূরুল ইসলামকে অটোরিক্সা কিনে দিয়ে ডাল-ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। নামাজ পরে তাদের জন্য সে দোয়া করবে। এভাবেই কৃতজ্ঞচিত্তে এ প্রতিবেদকের কাছেঅসহায়ত্বের কথা জানালেন নূরুল ইসলাম। গতকাল শুক্রবার সকালে সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিনের সদস্যরা আত্ম-কর্মসংস্থান স্বরূপ নূরুল ইসলামের নিকট হস্তান্তর করেন অটোরিক্সাটি। উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাইদুল মোল্লা, মনিরুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম ভূঁইয়া, আক্তার ভূঁইয়া, আরিফ মোল্লা, আমজাদ, সোহেল ভূঁইয়া, ইসহাক সরকার, রিমন ভূঁইয়া,ফয়েজ প্রমুখ। ‘জাগ্রত সিক্সটিন’ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল আলম রাশেদ বলেন, নুরুল ইসলাম অনেকদিন খুবই কষ্টে দিনপার করছিলো। জাগ্রত সিক্সটিন সংগঠন নিরক্ষর এবং দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দির্ঘদিন। তারই অংশ হিসাবে জাগ্রত সিক্সটিন সংগঠনের অটোরিক্সা প্রকল্প আছে। নূরুল ইসলামের অবস্থা বিবেচনায় এনে সংগঠনের সকল সদস্যদের সহায়তায় তাকে একটি অটোরিক্সা উপহার দিয়েছি। এখন সে নিজের চেষ্টায় তাঁর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবেন।

  • মুরাদনগর