মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান, তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে..এড.আবুল হাসেম খান এমপি

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির বিবেক। তাদেরকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির ক্লান্তিলগ্নে দেশ স্বাধীন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনে ঝাঁপিয়ে পড়েছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছে। রবিবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধণা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান ও গীতা পাঠ করেন মৎস্য কর্মকর্তা জয় বণিক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল বারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, শেখ আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, প্রকৌশলী আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, প্রধান শিক্ষক যথাক্রমে আবু হানিফ, হুমায়ুন কবির, মমিনুল হক ভূইয়া, মফিজুল ইসলাম, আবু তাহের মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপজেলার মালাপাড়া ইউনিয়নের কৃতি সন্তান মরনোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ খাজা নিজামউদ্দীন (বীর উত্তম) রাষ্ট্রীয় খেতাব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

  • ব্রাহ্মণপাড়া