কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায় একটি কাঠাল বিক্রয় হয়েছে সারে ১০ হাজার টাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ৩০জুন জুম্মার নামাজের পর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের বরুইয়ারপাড়া জামে মসজিদের জমির কাঁঠাল গাছের একটি কাঁঠাল বিক্রির জন্য মসজিদ কমিটি নিলামের ডাক দেন।
স্থানীয় প্রবাসী মোঃ সোহেল ভূঁইয়া সর্বোচ্চ মূল্য ১০ হাজার ৫০০ টাকায় কাঁঠালটি পেয়ে যান। এসময় তিনি বলেন,
মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৫০০ টাকা দিয়ে কাঁঠালটি কিনেছি।
মসজিদের ইমাম মাওলানা লোকমান হোসাইন সিদ্ধান্ত নিয়েছেন, কাঁঠাল নিলামে বিক্রি করে, যে টাকা পাওয়া যাবে তা দিয়ে মসজিদের উন্নয়নে ব্যবহার করা হবে।
মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ ফজলুল হক ফুল মিয়া বলেন,এই কাঁঠাল গাছটি পাড়ার মৃত মোঃ আবুল ওয়াহাব, মোঃ খাবিরুল ও মোঃ রাসেল ভূঁইয়া লাগিয়েছিলেন।
আমরা সিদ্ধান্ত নিয়েছি কাঁঠাল গাছের বাকি কাঁঠাল গুলো মুসল্লিদেরকে নিয়ে খাব।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাশিয়ার মোঃ আব্দুল কাদের, মোঃ ছামাদ খান, মোঃ আলেক মিয়া, মোঃ ইউনুস, সাংবাদিক মোঃ সোহেল ইসলাম, মোঃ মঙ্গল মিয়া, মোঃ হালিম মিয়া, মোঃ মোস্তফা খান, মোঃ কবির ভূঁইয়া।