ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর উধারতায় ‘‘কলেজ পাড়া আবাসিক এলাকা’’

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

সাল ২০১৫। কলেজপাড়া আবাসিক এলাকা নামে অনেক জায়গায় নাম আছে। সেই থেকে চিন্তা। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী আবাসিক, মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে একটি পাড়া গড়ে তোলেন। সেটি মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের পাশেই। নাম হয় “কলেজপাড়া আবাসিক এলাকা”। প্রতিষ্ঠা করেন মোশাররফ হোসেন খান চৌধুরী। সেই থেকে আস্তে আস্তে গড়ে উঠে প্রচুর দালালকোঠা। শুরুতেই ছিল অনেক প্রতিবন্ধকতা। কিন্তু কখনো তিনি থেমে থাকেন নি। তাকে সহযোগিতা করছিলেন সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু ও মিজানুর রহমান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জায়গাগুলো ছিলো পরিত্যক্ত জমি। কখনো ফসল হয়নি পানির অভাবে। এই পরিত্যক্ত জমিগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য গড়ে তোলেন কলেজপাড়া আবাসিক এলাকা। এখন সেখানে পাঁচটি উপজেলার জনগন বসবাস করে। খুব সুন্দর এবং নিরাপত্তায় বসবাস করছে জনগন। বিশাল বিশাল বিল্ডিং তৈরী হচ্ছে। সেখানে মসজিদ করার জন্য মোশাররফ হোসেন খান চৌধুরী নিজেই জায়গা দিয়েছেন। যা কিনা কোটি টাকার জায়গা হবে। তিনি নিঃস্বার্থভাবে জায়গা ও অর্থ দিয়েছেন। তার সাথে কাজে আরো সহযোগিতা করেন ব্যাংকার জাহাঙ্গীর আলম সবুজ, এডভোকেট শাহজাহান, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, প্রভাষক মোমেন, প্রভাষক নেছার আহাম্মেদ, মরহুম মাজেদ খান, জসিম উদ্দিনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা। বর্তমানে মোশাররফ হোসেন খান চৌধুরীর কাজে খুশি সেখানে বসবাসরত জনগন। ভবিষ্যতে আরো ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরী।

  • ব্রাহ্মণপাড়া