ব্রাহ্মণপাড়ায় মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় থেকে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোশাররফ খান চৌধুরী। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন মোঃ আলাউদ্দিন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন খান চৌধুরীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুর নাহার পিনু, চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ অপু খান চৌধুরী, রোহান খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া এবিসি একাডেমির অধ্যক্ষ জসিম উদ্দিন, বড়ধুশিয়া আদর্শ কিন্ডার গার্ডেনের শিক্ষক সহিদুল ইসলাম, চান্দলা মাদারল্যন্ড কিন্ডার গার্ডেনের শিক্ষক সালমা আক্তার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুল খালেক, সানাউল্লা খান চৌধুরী, সাবিনা ইয়াছমিন, মিজানুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, তানিয়া আক্তার, অপি আক্তার, শাহিনুর আক্তার, সুরাইয়া আক্তার, তাহমিনা আক্তার, মনিরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া