ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও শান্তি নষ্ট করার দায়ে তানভীর হাসান হৃদয় নামের এক মাদকসেবিকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান হৃদয় (২৯) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. আবু তাহেরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকসেবি তানভীর মাদক সেবন করে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে। মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরক্তিকর আচরণ করে। এতে বাধ্য হয়ে পরিবারের লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধর এবং বিরক্তিকর আচরণের অভিযোগ স্বীকার করায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ স্বীকার করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তানভীর হাসান হৃদয় নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া