ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত স্বামীকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন স্ত্রী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত স্বামীকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই স্বামীকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। সোমবার (৩ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এ দন্ডাদেশ দেন। পরে একইদিন বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই স্বামী হলেন মো. রফিকুল ইসলাম (৪১)। তার বাড়ি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায়। তিনি ওই এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে। এ ব্যপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, রফিকুল ইসলাম মাদক সেবন করে প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ মারধর করতেন। এ বিষয়ে মাদকাসক্তের স্ত্রী ও তার বাবা সহিদুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে মাদক সেবন ও মারধরের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া