ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক মিটারের তার সরাতে গিয়ে বিদুৎ পিষ্ট হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ দুলাল মিয়া ওই এলাকার জুনাব আলী হাজী বাড়ির মোহাম্মদ রেনু মিয়া ছেলে। তিনি সাহেবাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, সকাল সাড়ে ১০ টার সময় দুলাল মিয়া বাড়ির ছাদের উপর থেকে বৈদ্যুতিক মিটারের তার সরাতে যায়। তার সরানোর সময় দুলাল মিয়া বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি স্বজনরা দেখতে পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন বিকালে নিহত দুলাল মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা।
মৃত্যু দুলাল মিয়া স্ত্রী ও চার মেয়ে দুই ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ব্রাহ্মণপাড়া