ব্রাহ্মণপাড়ায় বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আগামী ২৪ আগস্ট ত্রিবার্ষিক সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ আগস্ট) বিকেলে উপজেলা শশীদল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়া মিন্টুর পরিচালনায় প্রস্তুতি সভায়
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জাহান সাজু। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ মনিরুজ্জামান, শশীদল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আকবর ভূইয়া, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,ওয়ামা দল নেতা হাফেজ মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ, ইউনিয়ন মৎস্য দলের সভাপতি জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার, শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন বাবু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুব হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাকিব মাহমুদ প্রমূখ। আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন শশীদল ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শশীদল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

  • ব্রাহ্মণপাড়া