ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল রেলস্টেশনে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকসহ অন্যান্য পণ্য সামগ্রী আটক করেছেন। যার আনুমানিক মূল্য বিশ লক্ষাধিক টাকা। মঙ্গলবার সকালে শশীদল রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনি এই পণ্য সামগ্রী উদ্ধার করেন। উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় স্কিন সাইন ক্রিম- ৫৬৩৮পিছ, যার মূল্য ১২,৪০,৩৬০ টাকা, ভারতীয় মুভ স্প্রে-২৯৪ পিছ, যার মূল্য ৭৩,৫০০ টাকা, ভারতীয় জনসন বেবিলোশন-৩৭৬পিছ, যার মূল্য ১,১২,৮০০ টাকা, ভারতীয় হিমালয়া ফেসওয়াশ-২৭৪পিছ, যার মূল্য ৬৯,০৪৮ টাকা, ভারতীয় ডেরোবিন ক্রিম -১৪২৫ পিছ, যার মূল্য ৩,৫৬,২৫০ টাকা, ভারতীয় ভিক্স চকলেট -১২৬ প্যাকেট, যার মূল্য ৩৭,৮০০ টাকা, ভারতীয় গ্রীপ ওয়াটার-১৮০বোতল, যার মূল্য ১৮,০০০ টাকা, ভারতীয় ইমামি সেভেন অয়েল-২৪০ পিছ, যার মূল্য ৩৬,০০০ টাকা এবং ভারতীয় নেহা মেহেদী -১৯২০পিছ, যার মূল্য ৯৬,০০০ টাকাসহ মোট মূল্য- ২০ লক্ষ ৩৯ হাজার ৭৫৮ টাকা। অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিজিবি সদস্য ও শশীদল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা অংশগ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া