ব্রাহ্মণপাড়ায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি সম্পন্ন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০ দিনব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের চেয়ে আরো ৩ দিন বাড়িয়ে তা ১৩ দিন পর্যন্ত পিপিআর টিকাদান কর্মসূচি গত (১২ অক্টোবর) বৃহস্পতিবার শেষ হয়েছে। ছাগল-ভেড়ার ভাইরাসজনিত এই মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূল কার্যক্রম-২০২৩ এর কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ৩ জন করে টিকা পরিচালনাকারী কমিটির মাধ্যমে এই টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। এবিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, উপজেলার প্রায় ৮ হাজার ৮শত ছাগল-ভেড়ার ভ্যাক্সিনেশন প্রদান করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত তা লক্ষ্যমাত্রা পূরন হয়েছে।
কারো পিপিআর টিকা প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান।

  • ব্রাহ্মণপাড়া