কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে মো. আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি ) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব আসাদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
কারাদণ্ড পাওয়া আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।