ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজিংয়ের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে মো. আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি ) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব আসাদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
কারাদণ্ড পাওয়া আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া