ব্রাহ্মণপাড়ার ওশান স্কুলের সাইফুল চমক দেখাবে জাতীয় পর্যায়ে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

৫২তম শীতকালীন আন্তঃস্কুল,মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া(দড়ি লাফ -বালক) প্রতিযোগিতা-২০২৪ উপজেলা, জেলা এবং উপ-অঞ্চল পর্যায়ে চ‍্যাম্পিয়ন হয়ে এবার চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে খেলার জন্য রাজশাহী যাচ্ছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সু-নামধন্য প্রতিষ্ঠান ওশান হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম । এর আগে সাইফুল ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথম, ব্রাহ্মণপাড়া উপজেলার হয়ে কুমিল্লা জেলায় প্রথম এবং কুমিল্লা জেলার হয়ে চট্টগ্রাম উপ-অঞ্চলে চ্যাম্পিয়ান হয়েছে৷ ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের কৃতিশিক্ষার্থী সাইফুলের চমক এবার চট্টগ্রাম উপ- অঞ্চলের হয়ে জাতীয় পর্যায়ে৷ আর মাত্র একটি ধাপ পেরোলে সাইফুল সৃষ্টি করবে ইতিহাস৷ চেষ্টা আর অধম্য ইচ্ছা শক্তি থাকলে অজপাড়া গ্রাম কিংবা শহর কোন বাধা নয়, এটার প্রমান সাইফুল৷ ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন সাইফুল উপজেলা পর্যায় থেকে এ ইভেন্টে ভার করছে৷ তার পর জেলা এবং চট্টগ্রাম উপ- অঞ্চলে সে তার প্রতিভার প্রমান দিয়েছে৷ সাইফুল খেলাধুলা এবং পড়ামোনায় মেধাবী৷ আমার বিশ্বাস আমাদের সোনার ছেলে সাইফুল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সবার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ৷

  • ব্রাহ্মণপাড়া