স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গনে এই ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী’র সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর, ড্রিম ডেল লিমিটেডের চেয়ারম্যান ও দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলিল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান হাজী আলী আকবর ও আবুল কাশেম, হাজী ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, হাজী আব্দুল হামিদ, হাজী আবুল বাশার, ডাক্তার আবু তাহের আবুল কাশেম মেম্বার, আবুল বাশার মাষ্টার, নুরুল ইসলাম, মিজানুর রহমান, হারুন মেম্বার,জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহমেদ সবুজ ও আলী হোসেন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, ছাত্রলীগ নেতা আবু কালাম, নাজমুল হাছান, আব্দুল মান্নান, তারু মিয়া, মিজানুর রহমান, মামুনুর রশিদ, জহিরুল হক। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা এণামুল হক। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন উপস্থিত থেকে বিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।