ব্রাহ্মণপাড়ায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

লেখক: Sohel Islam
প্রকাশ: ২ years ago

Spread the love

নানা আয়োজনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ মে) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, বৃক্ষ রোপন, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের সেমিনার কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুস্বাস্থ্যের লক্ষ্যে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উক্ত স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. হাসিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. অরূপ সিংহ, এনেস্থিসিয়া ডা. মেহেদী হাসান, ডা. ইয়ামিন ইসলাম তুহিন, ডা. আসিফ মোহাম্মদ তকি, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, অফিস সহকারী হিমেল প্রমুখ। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, “স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ সফল হোক, স্বার্থক হোক। স্বাস্থ্য অধিদপ্তরের সুযোগ্য নেতৃত্বে স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর, জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ এ বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

  • ব্রাহ্মণপাড়া