কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় ও নাগাইশ মডার্ন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হুসেনের সভাপতিত্বে ধর্মীয় শিক্ষক গোলাম রাব্বানীর পরিচালনায় উপস্থিত ছিলেন নাগাইশ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবদুল লতিফ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবদুল লতিফ মেম্বার, অভিভাবক সদস্য জাকির হোসেন, হাবিবুর রহমান স্বপন, ওমর ফারুক, শাহিন আলম সানু মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসাইন, সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক পর্যায়ক্রমে সেলিনা আক্তার, মরিয়ম বেগম, রানা সুলতানা, ইয়ামিন ভূইয়া, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান, গাজী রুবেল প্রমূখ। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হুসেন বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আমি ও আমার শিক্ষক মন্ডলীরা নিজের সন্তানদের মতো করে শাসন এবং আদর করে তৈরি করেছি। তোমরা আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। শেষে অতিথিরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরণ তুলে দেন। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে একই দিন সকালে নাগাইশ মডার্ন হাই স্কুলের ১ম ব্যাচ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহাম্মদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজ ও নাগাইশ মডার্ন হাই স্কুলের প্রতিষ্ঠান আলহাজ্ব সুলতান আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য রুবেল, মাওলানা কাজী আবদুল কাইয়ূম, গাজী রুবেল প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। মনোযোগ সহকারে লেখাপড়া করলে তার ফল অবশ্যই ভাল হবে। একজন শিক্ষার্থী তার নিজ দায়িত্বে লেখাপড়া করতে হবে। যদি কোন ছাত্র-ছাত্রী শিক্ষকদের সাথে ভাল ব্যবহার করে তাহলে তার ভবিষ্যৎ অবশ্যই ভাল হবে। তারা আরও বলেন, একজন শিক্ষার্থী যদি ভাল ফলাফল করে তাহলে তার যেমন সুনাম হবে তেমনি প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরও সুনাম হয়। তাই ভালো ফলাফলের জন্য মনোযোগী হয়ে পড়ালেখার আহবান জানান। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।