বুড়িচংয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

গত ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য-শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আফরিনা আক্তার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আরিফ আহম্মদ অক্ষর, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, ছাত্র- ছাত্রীরা।

  • বুড়িচং