বুড়িচংয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার মোহন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক মোহন মিয়ার বিরুদ্ধে ব্যাংক ও এনজিও, অর্থ আত্মসাৎসহ একাধিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার। পুলিশ ও অভিযোগের সূত্রে জানা যায়,গত (২৩ ফেব্রæয়ারি ২০২৪) শুক্রবার রাতে বুড়িচং বাজার এলাকা থেকে রমনা থানার পুলিশ ও বুড়িচং থানার পুলিশের সহযোগীতায় প্রতারক মোহন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে রমনাসহ বিভিন্ন থানায়। সূত্রে জানা যায়, মাল্টিপারপাস ব্যাংক ও এনজিও’র, সিটি ব্যাংক এজেন্ট হয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে আত্মগোপণে চলে যায়। এছাড়াও সম্প্রতি নাছিমা খানম নামের এক নারীর নিকটে মোটা অংকের চাঁদা দাবী করে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করলে গত ১৭ জানুয়ারি ২০২৪ইং তারিখে বুড়িচং থানাতে একটি অভিযোগ দায়ের করেন। ব্রাহ্মণপাড়া উপজেলার ফারজানা আক্তার নামের এক নারীর টাকা আত্মসাৎ ও প্রতারণা করায় ব্রাহ্মণপাড়া থানাতে তার বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়াও মোহন মিয়ার বিরুদ্ধে তার নিজ এলাকা ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া গাজীপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। প্রতারক মোহন মিয়ার বাবার নাম মো: হারুনুর রশিদ।

  • বুড়িচং