বুড়িচংয়ে নকল সরবরাহের কারনে একজনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান

লেখক: কাজী খোরশেদ আলম
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

গতকাল ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের শাহ ইসরাইল কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় নকল সরবরাহের কারনে মোঃ তাজুল ইসলাম সিফাত(২০) নামে এক যুবককে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
সূত্রে জানা যায়,গতকাল দুপুরে উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের শাহ ইসরাইল কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে। তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম।
একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

  • বুড়িচং