বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে আউস ধান (উফসী), ফসলের আবাদ বৃদ্দির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণী অনুষ্ঠাণে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আফরিনা আক্তার। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আকতার, ইউআরসি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষক/কৃষাণির মধ্যে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উফসি ধান, ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করেন।

  • বুড়িচং