গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বুড়িচং মডেল একাডেমী কেন্দ্রে ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন (ওয়ামী) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ামীর পরিচালক কুমিলার অধ্যাপক মোঃ আবদুল আউয়াল। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সোনার বাংলা প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আফিল উদ্দিন,বুড়িচং মডেল একাডেমীর শিক্ষক ফয়েজ আহাম্মদ,জগতপুর উদয়ন একাডেমীর শিক্ষক মোহাম্মদ হোসেন,মর্ডাণ ইসলামীক স্কুলের অধ্যষ মোঃ জামাল হোসেন,বুড়িচং টাইনেট স্কুলের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন। অফিস পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং মডেল একাডেমীর শিক্ষক মোঃ মনিরুল ইসলাম,বাকশীমুল ফজলুর রহমান আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম,আয়েশা একাডেমীর অধ্যক্ষ আবদুর রব,রামপুর আর্দশ নিকেতনের অধ্যক্ষ আশিকুর রহমান। বৃত্তি পরীক্ষায় প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৭টি স্কুলের ৭৬৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।