বুড়িচংয়ে ওয়ামী বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

গত ৪ নভেম্বর সকাল ১০ টা থেকে দিনব্যাপী ওয়ামী বৃত্তি পরীক্ষা বুড়িচং মডেল একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃত্তি পরীক্ষা ১৮টি সরকারী বে-সরকারী ও মাদরাসার প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮১৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। প্রথম শ্রেণিতে ১৭৮ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৬৬ জন, তৃতীয় শ্রেণীতে ১৫৯জন, চতুর্থ শ্রেণীতে ১৫২ জন এবং পঞ্চম শ্রেণীতে ১৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। বৃত্তি পরিক্ষায় বুড়িচং মডেল একাডেমী কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ওয়ামী বোর্ড কতৃক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন মাহাবুবুর রশিদ এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আফিল উদ্দিন, ফয়েজ আহমদ, নার্গিস আক্তার ও মোহাম্মদ হোসেন। বৃত্তি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ। অফিস ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম, মোমিনুল ইসলাম, মোঃ আবদুর রব, মাওলানা ওমর ফারুক ও মোঃ আবু কাউছার। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মোঃ রফিকুল ইসলাম খন্দকার, কামরুল হাসান সালেহী,তফাজ্জল হোসেন, ফারজানা আক্তার, রাশেদা আক্তার, নাজমা আক্তার, মাছুমা আক্তার প্রমুখ।

  • বুড়িচং