কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকারপাড় এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরবাইক আরোহী এক যুবক নিহত। গতকাল ২৪ ফেব্রæয়ারী শনিবার সকাল সাড়ে ৭ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক মো: জাহিদুল ইসলাম সবুজ (২৫) বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। সবুজ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানীতে কর্মরত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন। পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, ২০দিন আগে সবুজ বিয়ে করে। গত বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যায়। শনিবার ভোরে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে তার কর্মস্থল ইপিজেডের উদ্দেশ্য বাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লেকজন মরদেহ বাড়ি নিয়ে যায়।