বাড়িঘর নির্মাণের পূর্বে ড্রেনের ব্যবস্থা রাখার দাবী মোশাররফ হোসেন খান চৌধুরীর

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়িঘর নির্মাণ করার আগে পানি নিস্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই প্রতিবেদকের কাছে তিনি এসব দাবী তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে উপজেলায় দেখা যায় কেউ পানি চলাচল করার জন্য ন্যুনতম জায়গা রাখে না। এতে পানি জমে রাস্তার অবস্থা ভেঙে বেহাল হয়ে পড়ে। বিশেষ করে যারা রাস্তার পাশে বাড়িঘর নির্মাণ করে তারা যেন অন্তত পানি চলাচল করার জন্য ড্রেনের ব্যবস্থা করে। এতে করে রাস্তাঘাটে পানি জমে থাকবে না। রাস্তাঘাটে পানি জমে থাকলে গাড়ি চলাচল করতে গেলে চলাচলকারী পথচারীদের কাঁদায় কাপড় অপরিষ্কার হয়ে যায়। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে সমস্যায় পড়তে হয়। এছাড়া যারা বাড়িঘর নির্মান করে তারা যেনো নির্দিষ্ট স্থানে একত্রে ময়লা-আবর্জনা ফেলে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেললে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় তৈরী করে রেখেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও এলাকাবাসীরা। দ্রæত যেনো ময়লা-আবর্জনা সেখান থেকে নিয়ে অন্য জায়গায় নির্দিষ্ট স্থানে ফেলে সে ব্যাপারে প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন তিনি।

  • ব্রাহ্মণপাড়া