‘পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানে একজন ছাড়া সবাই নতুন মুখ’ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে বর্তমান এমপি’র আস্থাভাজনরাই বিজয়ী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ আসনের বর্তমান এমপি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর আস্থাভাজন বুড়িচং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি’র আপন ভাতিজা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর ছেলে আবু তৈয়ব অপি বিজয় লাভ করেছে। বুড়িচং উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৭শত ৮৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আখলাক হায়দারের উকিল জামাই ইঞ্জিনিয়ার বাছির খান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫ হাজার ৪শত ৫৩ ভোট। বিজয়ী চেয়ারম্যান আখলাক হায়দারের আপন ছোট ভাই কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার টেলিফোন প্রতীক নিয়ে ১৮ হাজার ৬৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম দোয়াত কলম প্রতীক নিয়ে ১৬ হাজার ৫শত ৫৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেছেন। অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান এমপি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর আপন ভাতিজা এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৬শ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সোহরাব খান চৌধূরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৪শ ৭০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন টেলিফোন প্রতীক নিয়ে ৪ হাজার ১শ ১৮ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এবং বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে ১হাজার ৮শ ৮৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেছেন। বুড়িচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন মাইক প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মেজবাউল হক চৌধূরী আসিফ বই প্রতীক নিয়ে ২০ হাজার ৫শ ৫২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আল আজাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে ২০ হাজার ৪০ ভোট পেয়ে তৃতীয় এবং রকিবুল ইসলাম লিটন তালুকদার তালা প্রতীক নিয়ে ৪হাজার ২শ ৬৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেছেন। অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মধুমতি হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাছান শরীফ চশমা প্রতীক নিয়ে ২৬হাজার ১শ ৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন এবং তার নিকটমত প্রতিদ্বন্ধী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক (বহিষ্কৃত) মোঃ গোলাম কিবরিয়া অপু তালা প্রতীক নিয়ে ২৫ হাজার ৫শ ২৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, মুছা ইলেক্ট্রনিক্সের মালিক ও যুবলীগ নেতা আবু মুসা টিয়া পাখি প্রতীক নিয়ে ১৩ হাজার ৩শ ২৩ ভোট পেয়ে তৃতীয় স্থান, সৈয়দ মেহেদী হাসান মাইক প্রতীক নিয়ে ৬হাজার ৮শ ৭১ ভোট পেয়ে চতুর্থ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আক্রামুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৪হাজার ৫শ ১৪ ভোট পেয়ে পঞ্চম স্থান এবং মাসুক সরকার বই প্রতীক নিয়ে ৩ হাজার ৫শ ৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোসাঃ তাহমিনা হক হাঁস প্রতীক নিয়ে ৩৫হাজার ৪শ ৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক জাহান আরা বেগম কলস প্রতীক নিয়ে ২৪হাজার ৬শ১৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শামীমা আক্তার চৌধূরী ফুটবল প্রতীক নিয়ে ১৮ হাজার ৩শ ৬০ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। অপর দিকে বুড়িচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নদদ ও ভাবীর মধ্যে লড়াই হয়েছে। সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ননদ পান্না আক্তার তারই ভাবী কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য প্রভাষক লাভলী আক্তারের নিকট পরাজয় বরণ করেছে। কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ভাবী প্রভাষক লাভলী আক্তার ফুটবল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী বুড়িচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ননদ পান্না আক্তার কলস প্রতীক নিয়ে ৩৯ হাজার ৮শ ৭৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া