“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” কুমিল্লার ১১ আসনে মনোনয়ন বাতিল ৪৮ এবং বৈধ ৭৩ প্রার্থীর

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসন থেকে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নি কর্মকর্তা। গত ৩ ডিসেম্বর রবিবার ও ৪ ডিসেম্বর সোমবার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে দুই দিন ব্যাপী যাচাই বাছাই করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে। কুমিল্লার ১১টি আসনে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিভিন্ন ভুল ক্রুটি থাকার কারণে ৪৮জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবে। যদি আপিলে যথাযথ ভাবে তাদের প্রার্থীতার পক্ষে নির্ভুলতা প্রমান করতে পারে কিংবা ভুল সংশোধন করতে পারে তাহলে এবং নির্বাচন কমিশনের নিকট তাদের উপস্থাপিত যথাযথ কারণ সঠিক মনে হয়, কমিশন যদি মনে করে তাদের প্রার্থীতা ফেরত পাওয়ার উপযুক্ত তাহলে তারা তাদের প্রার্থীতা ফেরত পেতে পারে। কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের বিপরীতে প্রতিদ্বন্ধী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যরিষ্টার নাঈম হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে ১ শতাংশ গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন আকন্দেরও ১শতাংশ গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।। এ আসনে মোট ১২ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই বাছাইয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ৬ জনের মনোনয়ন। এছাড়াও স্থগিত করা হয় ১ জনের। কুমিল্লা-২(হোমনা-মেঘনা) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। কিন্ত যাচাই বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর নাম না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে আরেক হেভিওয়েট প্রার্থী মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সঙসদ সদস্য সেলিমা আহমাদ মেরিসহ ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। বাতির করা হয় ৬ জনের মনোনয়ন। এছাড়াও স্থগিত করা হয় ৩ জনের। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামীলীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে ১ শতাংশ গরমিল থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। এছাড়া আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলার আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। এ আসনে মোট ১৪ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। বাতিল করা হয়েছে ৭ জনের স্থগিত করা হয়েছে ৩ জন প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামীলীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী দেবিদ্বার উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও আবুল কালাম আজাদের মনোনয়ন স্থগিত করা হযেছে। রির্টানের সত্যায়িত কপি সংযুক্ত না করায় তার মনোনয়ন স্থগিত করেন রিটার্র্র্নিং কর্মকর্তা। আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী শেখ রাসেল পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকারের মনোনয়ন বাতিল করা হয়েছে। ১ শতাংশ গরমিল থাকায় মনোনয়ন প্রত্রটি বাতিল করা হয়। এ আসনে মোট ১৪ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ১ জনের আর স্থগিত করা হয় ৭ জন প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা-৫ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর মনোনয়ন ১ শতাংশ মিথ্যা পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আরও এক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের মনোনয়ন। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামীলীগে মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম সহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয় ৫ জনের মনোনয়ন। রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত করা হয়েছে। সেগুলো যৌক্তিক কারণেই বাতিল বা স্থগিত করা হয়েছে। কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানের সীমা সহ ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছ। বাতিল হয়েছে ১ জনের মনোনয়নপত্র। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত এমপি আলী আশরাফ ভুঁয়ার ছেলে মুনতাকিম আশ্রাফ টিটুসহ ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা-৮ (বরুড়া): আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নাছিমুল আলম ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সহ ১১ জন বৈধ ঘোষনা করা হয়, এছাড়া নানা কারনে ৪ টি মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী জোনাকি হুমায়ুনসহ ৩জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সাবেক রেলপথ মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৫ জনের মনোনয়ন বৈধ। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন সেলিম সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া