আতাউর রহমানঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২৩ বছর পর সিজারিয়ান সেকশন চালু করা হয়েছে। রোববার ( ৫ মার্চ) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবার যাত্রা শুরু হয়। এ সেবার দরজা উন্মোচনের মধ্যদিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার ইতিহাসে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এর তত্ত্বাবধানে রোববার ( ৫ মার্চ) থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের জন্য ওটি চালু হয়েছে। রোববার এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মধ্যদিয়ে এ সিজারিয়ান সেকশন উদ্বোধন করা হয়। কনসালটেন্ট গাইনি ডা. তাসলিমা বেগম এ সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এতে এসিস্ট করেন সহকারী সার্জন ডা. নিলা পারভীন, ডা. উম্মে শিপা মাহমুদা। এনেসথেসিয়ায় ছিলেন কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, সার্জারী কনসালটেন্ট ডা. আবু বকর সিদ্দিক ফয়সাল, শিশু কনসালটেন্ট ডা. হাসিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম, ডা. সোহেল রানা ( ইউনানি), ডা. তানভীর আবসাল, ইয়ামিন ইসলাম তুহিন, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, আমেনা বেগম, বকুল আক্তার, সাথী আক্তার, মিডওয়াইফ হালিমা বেগম, জান্নাতুল ফেরদৌস, স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, এসএসিএমও আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ ইফতেখার আলম হিমেল। এ ছাড়াও হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন,’স্থানীয় সাংসদ এডভোকেট আবুল হাশেম খান এমপি মহোদয়ের একনিষ্ঠ সহযোগিতায় ও কুমিল্লার সুযোগ্য সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্যারের নির্দেশনায় সিজারিয়ান সেকশন চালু করা সম্ভব হয়েছে। এতে সেবার আরও একটি দ্বার উন্মোচিত হয়েছে। প্রসূতি ও সিজারিয়ান বেবি উভয়েই সুস্থ আছেন। উপজেলার সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ‘