ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির পুটিয়ায় পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে দূর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক মারা যান। এঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। নিহত বাস চালক মনু মিয়া (৪৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছাইকোড মিনার বাড়ি গ্রামের আহাম আলীর ছেলে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দাউদকান্দি হাইওয়ে থানার সাব- ইন্সপেক্টর আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটায় মহাসড়কের পুটিয়ায় কুমিল্লা থেকে ছেড়ে আসা দাউদকান্দিমুখী পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক মনু মিয়া মারা যান।