জীবনের শেষ সময়টুকু সাহেবাবাদ ইউনিয়নবাসীর কল্যানে কাজ করতে চাই- মনির হোসেন চৌধুরী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

দীর্ঘ ৩৫ বছর যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি। কখনো দল থেকে সরে যাইনি। কখনো দলের সাথে বেইমানি করিনি। এতো বছর রাজনীতি করে জনগনের পাশে ছিলাম। জনগন ভালোবেসে আজকে আমাকে চেয়ারম্যান করেছে। তাই জীবনের শেষ সময়টুকু এই ইউনিয়নের জনগনের পাশে থাকতে চাই। কথাগুলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন। জানা যায়, মনির হোসেন চৌধুরী দীর্ঘ ৩৫ বছর যাবৎ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের ছাত্রসংসদের সাবেক ভিপি ছিলেন। তৎকালীন তিনি থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন। সবশেষ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে আর ইউনিয়নবাসীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দায়িত্ব পালনের প্রায় ২ বছরে তিনি এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, মসজিদ নির্মাণে নগদ অর্থ বিতরণ, রাস্তায় সোলার বাতি স্থাপন, ব্রীজ মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অনেক কাজ হয়েছে তার সময়ে। এলাকাবাসীর ভাষ্য, ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই চেয়ারম্যান ভিজিডি কার্ড, ভিজিএফ, বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ড, মাতৃকালীন ভাতার কার্ড এর জন্য একটি টাকাও নিয়েছে। একজন সফল মানবতার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। তিনি তার পরিষদের সকল সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করছেন এবং সমস্যা সমাধানে দ্রæত কাজ করছেন। তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনকে নিয়ে ইউনিয়নের সকল কাজ দ্রæত গতিতে চালিয়ে যাচ্ছেন। এবিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যানকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে এই ইউনিয়নে দুর্নীতিমুক্তভাবে কাজ করা হচ্ছে। সেবা প্রত্যাশীদের সঠিকভাবে সেবা প্রধান করা হচ্ছে। সকলে মিলেমিশে কাজ করায় ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিগত ২ বছরে ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নে আগে মাদকের ছড়াছড়ি থাকলেও বর্তমানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এই ইউনিয়নে নেই। সময়ে ও দূর্যোগের কারনে কিছু কাজ পিছিয়ে গেলেও এলাকার উন্নয়ন চোখে পরার মতো। তিনি আরো বলেন, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের আন্তরিকতা ও নিরলস ভালোবাসায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

  • ব্রাহ্মণপাড়া