চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল হত্যামামলায় যাবজ্জীবন সাজাগ্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগামে যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বাক্কা জামাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোশাররফ হোসনেক গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামীর একটি আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মোশাররফ হোসেন আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত ইসমাইল ভেন্ডারের ছেলে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান। মামলা সূত্রে জানা গেছে, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ৮জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন ওরফে বাক্কা জামালকে ডেকে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। চলতি বছরের ১২মে কুমিল্লার আদালত আসামী মোশাররফ হোসেনকে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘র‌্যাব-১১ এবং র‌্যাব-৭ এর যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোশাররফ হোসেনকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর অনন্যা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়’।

  • চৌদ্দগ্রাম