‘চিরবিদায় নিলেন সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খাঁন’ ‘জাতীয় সংসদ ভবনসহ ৬ স্থানে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন’

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খাঁন গত ৩১ জানুয়ারী ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। একই দিন বেলা ২ টা ৩০ মিনিটের সময় জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর ভবনের নীচে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরসহ অন্যান্য এমপি ও মরহুমের নিকটাত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে গত ১ ফেব্রæয়ারী ২য় নামাজের জানাযা সকাল সাড়ে ৯ টায় রেইসকোর্সে অনুষ্ঠিত হয় এবং সকাল ১০ টা ৩০ মিনিটে কুমিল্লা আইনজীবী সমিতির সামনের মাঠে ৩য় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। ৪র্থ নামাজের জানাযা বাদ জোহর ব্রাহ্মণপাড়া সরকারী স্কুল মাঠ এবং ৫ম নামাজের জানাযা বাদ আসর বুড়িচং আনন্দ পাইলট সরকারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ মাগরিব নিজ জন্মস্থান উত্তরগ্রামে ৬ষ্ঠ নামাজের যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গরীবের আইনজীবী খ্যাত ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সাদা মনের মানুষ হিসেবে বেশ পরিচিত ছিলেন। সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আবদুল মতিন খসরু মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচনে এড. আবুল হাসেম খান বিনা প্রতিদ্ব›িদ্বতায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা বারের পিপি. শংকুচাইল ডিগ্রী কলেজের সভাপতি, বালিখাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনসহ বুড়িচং উপজেলার অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন । তার নামাজের জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আলহাজ্ব এম এ জাহের, বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলায়মান, এড. আবদুল মুমিন ফেরদাউস, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জি. আল-আমিন, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. রেজাউল করিম খোকন, কুমিল্লা দ. জেলা আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হাসেম মেম্বার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি এড. আবদুল বারী, সাহেবাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা, কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগ নেতা এহতেশামুল হাসান ভুইয়া রুমি, ব্রাহ্মণপাড়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দীন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান, চেয়ারম্যান আবদুল করিম, কুমিল্লা (দ.) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. কামাল উদ্দীন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ খান, ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন , বর্তমান চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আবদুর রহমান রব চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মুন্সী, ষোলনল ইউপি মেম্বার মো. সিরাজুল ইসলাম, মেম্বার মো. কামাল হোসেন, যুবলীগ নেতা শামীমুল ইসলাম। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি উপজেলার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া