গাছের চারা বিক্রির করে চলে রমিজের সংসার

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলার বাইপাস সড়কের পাশে মসজিদ মার্কেটের পূর্বাংশে দীর্ঘ দিন গাছের চারা বিক্রি করেন মোঃ রমিজুল ইসলাম। দেশের দ্রব্যমূল্যর উর্ধ্বগতির কারণে সাংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও গাছের চারার বিক্রির মাধ্যমে চলে তার সংসার। রমিজুল ইসলাম বুড়িচং গ্রামের আবদুল কাদের এর ছেলে। সে হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন এবং ২০০০ সালে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০১ সালে একটি দুর্ঘটনায় পায়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। অনেক চিকিৎসার পরেও পা ভালো হয়নি। পায়ের সমস্যার কারণে দীর্ঘদিন হাটতে পারে নাই। বর্তমানে সে উকি দিয়ে উকি দিয়ে চলাফেরা করে। অর্থনৈতিক সমস্যার কারণে এইচএসসি পাস করার পর আর লেখাপড়া চালিয়ে যেতে পারে নাই। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য প্রথমে মসজিদ মার্কেটে সিডি ক্যাসেট বিক্রয় ও ভাড়া দেওয়ার কাজ শুরু করেন। পরবর্তীতে ঘড়ি ও লাইট মেরামতে কাজ শুরু করেন। প্রযুক্তির উন্নতির ফলে এক সময় সিডি ক্যাসেট বিক্রয় বন্ধ হয়ে যায়। তাই তিনি বুড়িচং গ্রামের বাবুল মিয়ার সহযোগীতায় চারা ব্যবসা শুরু করেন। বর্তমানে গাছের চারা বিক্রির মাধ্যমই তার সংসারের একমাত্র চালিকা শক্তি। তিনি ৩মেয়ের বাবা। বড় মেয়েকে এইচএসসি পাস করিয়ে বিয়ে দিয়েছেন। ২য় মেয়ে এইচএসসিতে অধ্যায়ণরত আছে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণীতে অধ্যায়ন করছে। রমিজুল ইসলাম বলেন, বর্তমান জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে আয় রোজগার বাড়ছে না। তাই এই ক্ষুদ্র ব্যবসা করে সংসারে খরচ নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তার সাথে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করাও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্য সরকারী ভাবে কোন সহযোগীতা পেলে হয়তো জীবনটাকে কোন মতে চালিয়ে নেওয়া যাবে।

  • বুড়িচং