গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

২১শে ফেব্রæয়ারি হচ্ছে বাঙালি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রæয়ারি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন শহীদ মিনারে বুধবার রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক য়সংগঠন ও বিভিন্ন দপ্তর সমূহ পুষ্পস্তবক অর্পন করে। ভোরসকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,স্কুল ও কলেজসহ সকল ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনির্মিত রাখা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া পড়ানো হয়। দিনব্যাপী প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, প্রকৌশলী আব্দুর রহিম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, বিআরডিবি কর্মকর্তা জাহেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এণামুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্কুল-কলেজ ও সকল শ্রেণীপেশার লোকজন উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

  • ব্রাহ্মণপাড়া