কুমিল্লা অজ্ঞাত ব্যক্তিরমৃতদেহ উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বুধবার (১ জানুয়ারি) সকালে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের বারপাড়া নামক স্থানের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন। বুধবার বিকাল ৫ টা পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বুধবার সকাল ৯.৪৫ ঘটিকার সময় বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের বারপাড়া নামক স্থানের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়েও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • কুমিল্লা