কুমিল্লায় সেপটিক ট্যাংকির পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লা সদর উপজেলার উত্তর রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে তিন মাস ধরে নির্মানাধীন অরক্ষিত সেপটিক ট্যাংকিতে পড়ে নূর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত নুর রসুলপুর উত্তরপাড়ার প্রবাসী মো: মিজানের মেয়ে। বৃহস্পতিবার বিকালে তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন স্বজনরা। বিষয়টি নিশ্চিত করে আদর্শ সদ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান শর্মা জানেন, সেপটিক ট্যাংকিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনায় কারো কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানায়, দুই মাসের বেশী সময় ধরে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকির জন্য গর্ত করে ফেলে রাখেন ঠিকাদার। কোনো নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ফেলে রাখা হয় সেপটিক ট্যাংকের গর্তটি। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির পানিতে গর্তটি পরিপুর্ণ হয়ে গেলে ওই শিশু কন্যা গর্তের মধ্যে পড়ে যায়। বিকেলে নুরের লাশ ভেসে উঠে ওই গর্তের পানিতে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্বপন জানান, বহুবার ঠিকাদারকে বলা হলেও অরক্ষিত অবস্থায় কাজটি ফেলে রাখায় আজ এমন দূর্ঘটনাটি ঘটেছে। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যাথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মত ইয়াসমিন আক্তার জানান, প্রায় দেড় মাসের বেশি সময় ধরে এই নির্মাণ কাজ চলছে। মায়ের দোয়া এন্টারপ্রাইজয়ের ঠিকাদার নোমান এই কাজ করছিলেন। তাকে বারবার দ্রæত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার কথা জানানোর পর তিনি আর ফোন ধরেননি। শিশুটির মৃত্যু খবর পাওয়ার পরও তিনি ফোন ধরছেন না।

  • কুমিল্লা