কুমিল্লায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব
গেমস্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত যুব গেমসে কুমিল্লার ৬টি উপজেলা থেকে ৭টি ইভেন্টে ফুটবল, তায়কোয়ান্ডো, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও কাবাডিতে পাঁচশত প্রতিযোগীর মধ্যে প্রায় তিন শত জন বিজয়ী প্রতিযোগীর মাঝে সার্টিফিকেট ও প্রাইজমানি বিতরণ করা হয়। কুমিল্লা ভেন্যুর দুই দিনব্যপী প্রতিযোগীতার উদ্বোধন করা হয় ৮ জানুয়ারী রবিবার সকাল ১০টায়। ১৭ বছর বয়সী এ্যাথলেট তরুন-তরুনীদের পদচারনায় ও এ্যাথলেটদের ক্রীড়া নৈপূন্যে মুখরিত থাকে কুমিল্লা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের স্টেডিয়াম প্রাঙ্গন। শুরু থেকে এ্যাথলেটরা প্রতিযোগিতার প্রতিটি ধাপ পাড় করে চূড়ান্ত লক্ষ্যে পৌছে বিজয় অর্জন করে। সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে সনদ বিতরন করেন কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি শামসুল কবীর চৌধুরী। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার মো: নাজিম উদ্দিন ভূইয়া, যুগ্ম-সম্পাদক বাদল খন্দকার, কোষাধ্যক্ষ আল আমিন ভূইয়া, সদস্য সাইফুল আলম বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির। ৭টি ইভেন্টে খেলা পরিচালনা করেন, কাবাডি মো: জহিরুল হক, মোস্তাক আহমেদ মুজমদার, নাজির আহমেদ, আয়াত আলী, কলু মিয়া। কারাতে আলমগীর হেসেন আলম, মোখলেছুর রহমান আবু, এস ইসলাম শুভ, জুবায়ের হোসেন, ফখরুল আরেফিন মামদু, কামরুল হাসান ছোটন, বাবুল মিয়া রানা। তায়কোয়ানডো মো: রাসেল উদ্দিন মজুমদার, আবদুল আবু সাইদ মহসিন, ফাতেমা আক্তার, ইসরাত জাহান রিয়া, রাহিনা ইসলাম রিপা, নাফিউল আলম, আবু জায়েদ খান, ফিরোজা রাগিব, মাহবুব রহমান, মো: প্রান্তি। ফুটবল মো: নাসিম আহমেদ, আবদুল মতিন, হারুনুর রশিদ, তাহের মিয়া, ইকবাল খন্দকার, মো: সোহাগ, সোহাগী, মোস্তফা। ব্যাডমিন্টন কে এম আবদুল কাইয়ুম ফারুক, মো: শামিম, রকিব হাসান। দাবা এইচ এম মুক্তার হোসেন চিশতি, মনিরুল কবির, ফরিদ আহমেদ। সাঁতার দ্বীন ইসলাম, হাছিনা আক্তার, সাফিয়া বেগম শেলী, শামিমা শাহরিয়ার, নাসরিন নাহার, ইমরোজা চৌধুরী বেবী, সানজিদা আক্তার, হাসিনা আক্তার, হাদিনা আক্তার। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর প্রতিযোগিতায় ফুটবলে বালিকা চ্যাম্পিয়ন হয় বুড়িচং উপজেলা ও রানার আপ আদর্শ সদর উপজেলা। বালক চ্যাম্পিয়ন হয় আদর্শ সদর উপজেলা ও রানার আপ দাউদকান্দি উপজেলা। কাবাডি বালিকা চ্যাম্পিয়ন হয় আদর্শ সদর উপজেলা ও রানার আপ ব্রাহ্মণপাড়া উপজেলা। বালক চ্যাম্পিয়ন হয় দাউদিকান্দি উপজেলা ও রানার আপ আদর্শ সদর উপজেলা। কারাতে ৯৬ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরীতে ৩২ বিজয়ী হয়। তায়কোয়ানডো ৯৬ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরীতে ৪০ বিজয়ী হয়। দাবা ১৪৫ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরীতে ৭২ বিজয়ী হয়। ব্যাডমিন্টন তরুন-তরুনী ৩৬ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে একক ৪জন ও দ্বৈত ৮জন বিজয়ী হয়। সাঁতার ৭২ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরীতে ২৪ বিজয়ী হয়।

  • কুমিল্লা