কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা নাছির পাটোয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব। ১১ জুলাই রাতে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার মাওলানা নাছির দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের আবদুস সামাদ পাটোয়ারীর পুত্র এবং স্থানীয় খালিশা মোহাম্মাদিয়া মিসবাউল উলুম মাদ্রাসার শিক্ষক ও পরিচালক। ধর্ষণের শিকার শিশুটি ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, গত ৪ জুলাই রাতে অভিযুক্ত নাছির ভিকটিম শিশুকে বাসা ঝাড়– দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে মেয়েটি বাসায় ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি জানতে পারে। ঘটনার পরদিন ৫ জুলাই দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। তারপর থেকেই অভিযুক্ত মাওলানা নাছির পাটোয়ারী পলাতক ছিলেন।
র‌্যাব জানায়, ধর্ষণের ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর থেকেই ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে গত ১১ জুলাই রাতে ঢাকা জেলার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মাওলানা নাছির পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে।

  • কুমিল্লা