কুমিল্লায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন-আটক ৩

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লায় ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে দুই সন্তানের জননী নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় গরম খুন্তির ছ্যাকা দিয়ে পুড়িয়ে দিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। বুধবার (১৯ জুন) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার শীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে। এই ঘটনায় স্বামী খোরশেদ আলম (৪৫) ও তার পরিবারের আরো ৫ সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদীন। মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি নূরজাহানের ভাসুর আলী আশ্রাফ ও তার স্ত্রী লাইলী বেগম এবং নূরজাহানের আরেক জা শাহিনুর বেগমকে আটক করে আদলতে হাজির করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তিন আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। খোরশেদ আলম ও নূরজাহান বেগমের ৯ বছরের শিশুকন্যা ও ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, খোরশেদ আলম গত দেড় বছর যাবত বিভিন্ন সময় যৌতুকের দাবিসহ নানান অপবাদে স্ত্রী নূরজাহান বেগমকে নির্যাতন করে আসছিলো। ঈদের আগেও এরকম নির্যাতনের ঘটনা ঘটায় নূরজাহার তার বাবার বাড়ি চলে যায়। ঈদের পর তাকে আবারো ফোন করে শ্বশুর বাড়ি আনা হয়। পরে বুধবার মধ্যরাতে খোরশেদ আলম তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করা শুরু করে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন মিলে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন নূরজাহানকে। একপর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ, গলায়, গালে এবং হাতেসহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়িয়ে দেয় । সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা নূরজাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার বাবার বাড়ির লোকজনকে ফোনে ঘটনাটি জানায়। আহত নূরজাহান জানান, নির্যাতনের পর তারা রাতে আমাকে বাড়িতেই আটকে রাখে। পোড়া শরীর নিয়ে আমাকে সকালে বাড়ি থেকে বের করে দেয়া হয়। নূরজাহানের বাবা জয়নাল আবেদীন জানান, শ্বশুরবাড়ীর লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি। এদিকে পুলিশ সুপার সদর সার্কেল অতিরিক্ত মো: কামরান হোসেন বলেন, শারিরীক নিযাতনের শিকার হাসপাতালে আহত নূরজাহানের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। এঘটনায় তার স্বামীসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ জনকে পুলিশ আটক করেছে। বাকীদেরও আটকের অভিযান অব্যহত রয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে- যৌতুকের টাকা দাবিসহ নানান অপবাদ- অভিযোগে খোরশেদ আলমের সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিলো না। যে কারণে খোরশেদ আলম স্ত্রী নূরজাহানকে আগেও নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে।

  • কুমিল্লা