কুমিল্লায় দুই চোরাই কাভার্ডভ্যানসহ গ্রেফতার ৩

লেখক: স্টা রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার দেবিদ্বারে দুটি চোরাই কাভার্ডভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মামলা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের দেবিদ্বার-বাগুর সড়কের কাচিসাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. আলম (২৯), সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আল আমিন হোসেন (২৭) এবং একই গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬)। দেবিদ্বার থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারেকুজ্জামানের দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ, এস আই কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানে নীল রঙের একটি মিনি চোরাই কাভার্ডভ্যানসহ আসামী মো.আলম ও আল আমিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাত ২টার দিকে বরকামতা ইউনিয়নের জাফরাবাদ দক্ষিণ পাড়ার সুয়া মিয়া হাজীর বাড়ির একটি পরিত্যক্ত জায়গা হতে নীল রঙের অপর আরেকটি পিকআপভ্যানসহ সাইফুল ইসলাম নামে অপর এক চোরাকারবারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, চোরাই দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা। আটক তিন আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়।

  • কুমিল্লা