কুমিল্লার বুড়িচংয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ প্রদর্শনী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২২-২৩/রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের লক্ষ্যে ৫০ একর জমির ব্লগ প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর-শোভারামপুর মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক মো. মিজানুর রহমান । বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) বানিন রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার মো. মিজানুর রহমান ও ওমর ফারুক।
উপস্থিত ছিলেন, মো. মোহাইমেনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, ৯ নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক ও ৮ নং ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্কান্দার আলী ভূঁইয়া। কার্যক্রমের আওতায় ৫০ একর জমির মালিক ১০৯ জন উপকারভোগী কৃষক, বুড়িচং উপজেলায় কর্মরত উপসহকারি কৃষি অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রকিস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও আশেপাশের গ্রামের কৃষক সহ পাঁচ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

  • বুড়িচং