কুমিল্লায় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

লেখক: Sohel Islam
প্রকাশ: ২ years ago

Spread the love

বুধবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় অনু‌মোদনহীন কস‌মে‌টিকস এর ওপর বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে। এ সময় অনু‌মোদনহীন ও নি‌ষিদ্ধ পা‌কিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অ‌ভি‌যো‌গে মেসার্স মা এন্টারপ্রাইজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও অনু‌মোদনহীন নিষিদ্ধ ৫৮ পিচ পা‌কিস্তানী ক্রিম জব্দ ক‌রে স্প‌টে ধ্বংস করা হয়। অনু‌মোদনহীন পণ‌্য বি‌ক্রির অ‌ভিযো‌গে মেসার্স রাজু স্টোর‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং আমদা‌নিকার‌কের স্টিকারবিহীন বি‌দেশী চক‌লেট বিক্রয় করায় মেসার্স আন নূর সুইটস এন্ড বেকা‌রি‌কে ৩ হাজার টাকা জ‌রিমানাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ৩৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে অন‌্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে ক‌্যাব কু‌মিল্লার প্রতি‌নি‌ধি অ‌্যাড‌ভো‌কেট মারুফ, রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

  • কুমিল্লা