কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দুলালপুর-বালিনা সড়ক। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল। তাছাড়া স্কুল, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান আছে এই রাস্তার পার্শ্বে। কিন্তু দীর্ঘ ২যুগ ধরে সংস্কারের অভাবে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন পথচারী, শিক্ষার্থীসহ উপজেলার হাজারো মানুষ। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে যেমন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়তে হচ্ছে এ এলাকার জনগনের। স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এই রাস্তার কাজ হবে বলে আশ্বাস দিলেও হয়নি সড়ক সংস্কার ও প্রশস্তের কাজ। সেজন্য প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সরেজমিন ঘুরে দেখা যায়, দুলালপুর থেকে বালিনা পর্যন্ত প্রায় ১.৩ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘ প্রায় ২ যুগ কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি এই সড়কে। এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা বলেন, সড়কটি নির্মাণের সময়ই নিম্নমানের কাজ করা হয়েছিল। যার কারণে কাজ করার কিছুদিনের মধ্যেই তা ভেঙে পড়ে। এর পর থেকে আর কোন কাজ হয়নি সড়কটিতে। এলাকার সচেতন নাগরিকরা জানান, শত শত শিক্ষার্থী এ ভাঙা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় হাসপাতালের রোগীদেরও। এলাকাবাসীর দাবী এই রাস্তাটি দ্রæত সংস্কার না করলে আসছে বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এতে ক্ষতিগ্রস্থ হবে এলাকার লোকজন। এবিষয়ে দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ভূইয়া রিপন বলেন, ইতিমধ্যে আমি সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের মহোদয়ের সাথে কথা বলেছি, আশা করি অচিরেই উনার সহযোগিতা নিয়ে রাস্তার কাজ শুরু করতে পারব। অচিরেই এই রাস্তা টেন্ডার করে কাজ শুরু করা হবে। এবিষয়ে উপজেলা সহকারি প্রকৌশলী মিজানুল হক বলেন, রাস্তাটির টেন্ডার হলেই কাজ শুরু করা হবে।