উচ্চশিক্ষার স্বপ্নপথে সহায়তা, ব্রাহ্মণপাড়া বাসেডের বিনামূল্যে বই উপহার

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) পরিচালিত বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং প্রোগ্রাম ‘অন্বেষণ’-এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ভর্তি প্রস্তুতির বই উপহার দেওয়া হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের সহায়তায় ৫০ জন শিক্ষার্থীকে এসব বই প্রদান করা হয়। উপহারস্বরূপ বইগুলো তুলে দেন বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনসহ সংগঠনের উপদেষ্টা মÐলীর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসেডের আহŸায়ক সাইফুল ইসলাম সাইফ, সদস্য সচিব রেজাউল আমিন শান্ত, অন্বেষণের পরিচালক আরাফাত হাসান, বাসেড সদস্য উজ্জ্বল মাহমুদ, সাদিয়া শারমিন, সাজ্জাদ হোসেন, আরিফ খান, ইরফান হোসেন, সুফিয়ান হেলালি প্রমুখ। অন্বেষণের পরিচালক আরাফাত হাসান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীরা অনন্য মেধার অধিকারী। তাদের দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছে দিতে বাসেডের ক্ষুদ্র প্রয়াস ‘অন্বেষণ’ গত এক যুগ ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। আশা করি, বাসেডের এই উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এক যুগেরও বেশি সময় ধরে ‘অন্বেষণ’ নামের ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে শত শত শিক্ষার্থীকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করেছে।