বুড়িচংয়ে পাষণ্ড ছেলের পিটুনিতে বাবা আহত

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বুড়িচংয়ে নিজ সন্তানের হাতে মারধরের শিকার হয়েছেন মোঃ নোয়াব মিয়া নামে একজন বৃদ্ধা।সোমবার দুপুরে উপজেলার বাকশীমূল ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণ পাড়া ব্রীজ সংলগ্ন জমির পাশে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।স্হানীয়সূত্রে জানা যায় সম্পত্তির জের ধরে বৃদ্ধার কনিষ্ঠ সন্তান পাষণ্ড সোহাগ পূর্ব থেকে উৎ পেতে থাকে,পিতা যখন গ্রাম্য বাজার ছয়গ্রাম থেকে হেটে বাড়িতে আসার সময় আক্রমণ করে বসে।বৃদ্ধ পিতা যখন সন্তানের মারধরে জমিতে লুটিয়ে পরে তখন তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশী লোকজন দৌড়ে এসে উদ্ধার করে।এতে বৃদ্ধ বাবার শরীরে নীলা ফুলা রক্তাক্ত যখম হয়। তখন স্হানীয় লোকজন পাষণ্ড সন্তান সোহাগের হাতে ধারালো অস্ত্র দেখতে পায় এবং তাহা মোবাইলে ক্যামেরা বন্ধি করে।হতাহতের ঘটনা শুনে নোয়াব মিয়ার স্ত্রী ও বাকি সন্তানেরা দৌড়ে ছুটে আসে এবং প্রতিবেশীদের সহযোগিতায় অটোবাইকে করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছুটে আসে।উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে পরবর্তীতে বুড়িচং থানায় যায়। ওসি তদন্ত কবির হোসেন বৃদ্ধাকে এবস্হায় দেখে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলেন।প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় বুড়িচং থানায় অভিযোগ দায়ের করতে ফিরে আসে।ওসি ইসমাঈল হোসেন ঘটনা শুনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মতে ঘটনার সত্যতা তদন্তে এস আই জব্বার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মিরপুর গ্রামের বাড়ির ঘটনাস্থলে যায়।এ খবর টের পেয়ে নোয়াব মিয়ার উপর আক্রমণকারী পাষণ্ড ছেলে সোহাগ দৌড়ে পালিয়ে যায়।
নোয়াব মিয়া বলেন এযাত্রায় বেঁচে গেছি,সোহাগ আমাকে আগেও একবার আঘাত করেছে।আমি এই পাষন্ড সন্তানের শাস্তি কামনা করি।তার এই প্রশ্নের জবাবে উপজেলা প্রশাসন গণমাধ্যমকে জানান তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।

  • বুড়িচং