আমরা আমাদের ক্ষতি করছি ও বিপদ ডেকে আনছি: জেলা প্রশাসক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

মানুষের শরীরের রক্ত চলাচলের জন্য যেমন শিরা উপ-শিরা রয়েছে। তেমনি খালগুলো হলো ভ‚মির শিরা উপ-শিরা। খালগুলো ভরাট হয়ে গেলে পানি নিঃষ্কাশনের ব্যাঘাত ঘটে। খালগুলো ভরা করে আমরা আমাদের ক্ষতি করছি ও বিপদ ডেকে আনছি। গত ১৩ মার্চ বুধবার দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ‚মি সেবা বিষয়ক গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। তিনি আরো বলেন, বতর্মানে যে সকল মামলা মোকদ্দমা হচ্ছে তার অধিকাংশই জমি সংক্রান্ত বিষয়ের সাথে সম্পৃক্ত। তাই জমি জামার সঠিক বন্টন থাকলে ঝগড়া বিবাদ কম হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ভ‚মি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাবো। তবে আপনাদের আন্তরিকতা থাকলে সহজে সমস্যা নিরুপণ করে সমাধান করা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মোঃ ছামিউল ইসলামের পরিচালনায় গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখলাক হায়দার, জোনাল স্যাটেলমেন্ট অফিসার মাহফুজা মতিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল,বুড়িচং উপজেলার সাব রেজিস্টার সোহেল রানা, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত। এছাড়া গণশুনানিতে বক্তব্য রাখেন বুড়িচং দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব সিদ্দিক মুহুরি,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম প্রমুখ।

  • বুড়িচং